আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। বিবৃতিতে বাঘেরি কানি বলেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাব ‘সঠিক সময়ে’ এবং ‘উপযুক্ত আকারে’ দেবে ইরান।
গত ৩১ জুলাই ইরানের তেহরানে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। পরে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ইমামতিতে জানাজা শেষে দাফন অনুষ্ঠান সামনে রেখে ওইদিন তেহরান থেকে দোহায় পৌঁছায় ইসমাইল হানিয়ার মরদেহবাহী কফিন।
হানিয়া হত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছে ইরান। এর জেরে দেশটিতে ‘সরাসরি হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি। যদিও হানিয়া হত্যার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইল।
এদিকে, ইসমাইল হানিয়ার পর হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। এক বিবৃতিতে হামাস জানায়, ‘ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত করেছে। তিনি শহীদ কমান্ডার ইসমাইল হানিয়ার উত্তরসূরি হলেন। আল্লাহ তাকে (হানিয়াকে) ক্ষমা করুন।’
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ১১:৩২