ডেস্ক নিউজ : বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনী ও ছাত্রদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘বিএনপি ছাত্রদের সঙ্গে একমত। আমরা নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে চাই।’
রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘কোনো বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। সেই সরকার তিনমাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জনগণ মালিকানা ফিরে পেয়েছে, দ্বিতীয় বারের মত মুক্ত হয়েছে। এতো হত্যাকাণ্ড বাংলাদেশে আর কখনও হয়নি। ঐক্যবদ্ধ সর্বপ্রথম দেখেছে বাংলাদেশ।’
রক্তের বিনিময় দিতে হবে দাবি করে খসরু বলেন, ‘বিনিময় হলো সব নাগরিকের সমান অধিকার। গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হবে। যে পরিবর্তন আনার জন্য আন্দোলন সেটা পূরণ করতে হবে। নতুন বাংলাদেশের চিত্র মানুষ দেখতে চায়, তাই করতে হবে। এর জন্য সব জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩