বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
Update Time :
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
৯৭
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : উম্মি। বয়স ১০-১২ বছর। স্বজনের সহায়তায় আম ও কাঁঠাল নিতে আসার সময় দু’হাতে তালিয়ে বাজানোর চেষ্টা তার। কিন্তু দু’হাত মিলানো দায়! তাইতো তালির আওয়াজ নেই। তবে মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিলো উম্মি কতটা খুশি। ব্রাহ্মণবাড়িয়ায় ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে উম্মির মতো আরো ৫০ জন প্রতিবন্ধীর হাতে আম ও কাঁঠাল তুলে দেওয়া হয়। শোকের মাস আগস্ট পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। শোকের মাস আগস্ট উপলক্ষে এ ধরণের ব্যতিক্রম আয়োজন উপস্থিত সবার হৃদয়কে নাড়া দিয়ে যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আ. কুদদূস। সংগঠনের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউছার আহমেদ, হিসাব কর্মকর্তা গোলাম কাউছার, সহকারি প্রকৌশলী সবুজ কাজী, নগর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী সুমন দত্ত, উপ-সহকারি প্রকৌশলী সোহেল রানা, সাংবাদিক আ ফ ম কাউছার এমরান, আজিজুর রহমান পায়েল। বিডি অ্যানিমেল হেলথ, স্বপ্নতরী ও মৌসুমী প্রেস নামে তিনটি প্রতিষ্ঠানে এ আয়োজনে সহযোগিতা করে।
অনুষ্ঠানে মোট ৫০ জন প্রতিবন্ধীর হাতে আম ও কাঁঠাল তুলে দেওয়া হয়। এছাড়া শেখ কামালের জন্মদিন উপলক্ষে ক্রীড়া সংগঠক আব্দুল জলিল নামে এক প্রতিবন্ধীর চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়। গাজীপুরের ওই ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হয়ে ক্যামোথেরাপি নিচ্ছেন। ফল হাতে পেয়ে খুশি ফয়সাল নামে এক শারিরিক প্রতিবন্ধী বলেন, ‘অন্যের কাছে হাত পেতে চলি। ক্ষুধা মেটাতে যা দরকার খাই। তবে ফল খাওয়ার কথা মাথায় আসে না। চিন্তা করতে পারি না। আম-কাঁঠাল পেয়ে আমি খুশি। এ বছর প্রথমবারের মতো আম-কাঁঠালা খাবো।’
প্রধান অতিথি আ. কুদদূস তাঁর বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তির বাকি তিনটি ক্যামোথেরাপির জন্য ৬০ হাজার দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘শোকের মাসে প্রতিবন্ধীদের মাঝে ফল বিতরণের এ আয়োজনটি ব্যতিক্রম।’ তিনি সংগঠনের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ মুন্না বলেন, ‘শোকের মাস উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এরই অংশ হিসেবে ৫০ জন শারিরিক ও মানসিক প্রতিবন্ধীর মাঝে ফল বিতরণ করা হয়েছে। আমরা চেষ্টা করছি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কিছু একটা করার।’