ডেস্ক নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিবি কার্যালয়ে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক নিরাপত্তার প্রয়োজন নেই জানিয়েছনে। তাই তারা চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদের বাধা দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (১ আগস্ট) মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এমন তথ্য দিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে ছয় সমন্বয়ককে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
এর আগে গত শুক্র ও শনিবার (২৬,২৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়। পরে রোববার (২৮ জুলাই) রাতে ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ছয় সমন্বয়ক। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপর তাদের মুক্তির বিষয়ে রিট করা হয় আদালতে।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১৫