বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের বিরুদ্ধে গণসচেনতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। ‘উপকুল এক্সপেস’ নামে সেবামূলক ফেসবুক পেজ এ কর্মসূচি পালন করে।সকাল সাড়ে আটটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে কার্যক্রমের শুরু করা হয়।
পরে ওই ট্রেনসহ ভৈরব পর্যন্ত বিভিন্ন স্টেশনে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জানানো হয়, ট্রেনে পাথর ছোঁড়া বড় ধরণের অপরাধ। এজন্য শাস্তির বিধানও রয়েছে। নিরাপদ বাহন ট্রেনকে নিরাপদ রাখতে সকলের প্রতি আহবানও জানান উদ্যোক্তারা।
এ কার্যক্রমের সঙ্গে যুক্ত মঈন মিয়া জানান, ট্রেনে পাথর ছোড়া বন্ধ করতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তাদের এ প্রয়াস। লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে মানুষ সচেতন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।আখাউড়া রেলওয়ে স্টেশনে এ কার্যক্রম প্রত্যক্ষ করা ওয়ার্ড কাউন্সিলর শিপন হায়দার বলেন, ‘পাথর ছোড়ার মতো ঘটনা ট্রেন যাত্রীদের জন্য আতঙ্কের। এর বিরুদ্ধে এমন কর্মসূচি প্রসংশনীয়।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৪,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit