আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে গলায় ফাঁস দিয়ে সৌরভ সরকার হৃদয় (২২) নামে এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সৌরভ সরকার হৃদয় ডোমার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার মৃত রানু সরকারের ছেলে এবং ডোমার সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। শুক্রবার সকালে ডোমার থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে।পরিবার সুত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১০ টায় সৌরভ রাতে খাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত ৩টায় সৌরভের চাচা সামসুদ্দিন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে গিয়ে দেখে বারান্দায় গলায় ওড়না পেচানো অবস্থায় সৌরভের ঝুলন্ত লাশ। তার ডাক চিৎকারে চাচা সামসুল, ভাই সায়েম ছুটে আসে। থানায় সংবাদ দিলে রাতেই ডোমার থানায় অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী, এসআই পরিতোষ ও সংঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতাহাল শেষে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য জেলার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সৌরভের চাচা সামসুল হক জানান, তার মা ঢাকায় গেছে বোনের বাড়িতে গত কয়েকদিন থেকে সৌরভ একা বাড়িতে আছে। আমাদের সাথে বা মা বোনের সাথে কোন প্রকার ঝগড়া বা কোন কিছু হয়নি। বন্ধুদের সাথে কোন বিষয়ে এ ঘটনা ঘটতে পারে। সৌরভের মা সুরভী আক্তার বলেন, আমি মেয়ের বাসায় ঢাকায় গিয়েছি, তার মনের দুঃখ বা কস্টের কোন ঘটনা আমাকে বলেনি। কি কারণে ঘটনা ঘটতে পারে সঠিক তদন্ত আশা করেন তিনি। ডোমার থানায় অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সৌরভের অকাল মৃত্যুতে বন্ধু মহল এবং পরিবারের মাঝে বইছে শোকের মাতম।
কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৪,/সকাল ১০:২৬