আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জেলার ডোমার থানা আয়োজিত বিট পুলিশিং সদস্যদের নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকালে ডোমার থানা চত্ত্বরে এসআই কাওছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী।
এ সময় অতিথি হিসাবে এসআই আমজাদ হোসেন, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন, ইউপি সদস্য সফিয়ার রহমান, সাফিউল ইসলাম, শিক্ষিকা ফারহা জেবিন লাবনী, অমরজিৎ সিংহ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এসআই শাকিল মহমুদ, আক্তার হেসেন, রুস্তম আলী, জাহাঙ্গীর আলম, এএসআই শাহ নেওয়াজ শামিম, ফজলে রাব্বি, আহসান হাবিব, লুলু মিয়া সহ বিট পুলিশের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
ডোমার উপজেলায় চুরি, ছিনতাই, মাদক, জুয়া প্রতিরোধে সকল কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন। এর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী।
কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৯:৪৪