বিনোদন ডেস্ক : চলচ্চিত্র বিশেষজ্ঞরা অনুমান করছেন, নাগ অশ্বিন পরিচালিত ছবিটি আগামী দিনে আরও অনেক চমক দেখাবে। এখন থেকেই সিনেমাপ্রেমীরা এর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা শুরু করে দিয়েছেন।
বিশ্বজুড়ে সায়েন্স-ফিকশনধর্মী ছবিটি ৭০০ কোটি পার করে ফেলেছে। বক্স অফিসের হিসাবে ‘কল্কি’ এ বছরের সবচেয়ে বেশি আয়ের সিনেমা হিসেবে শীর্ষে উঠে এসেছে। এই ছবির হিন্দি সংস্করণ এখন পর্যন্ত ১৬২ দশমিক ৮ কোটি আয় করেছে। তবে এ বছরের সবচেয়ে বেশি আয়কারী হিন্দি ছবির তালিকায় এখন ‘কল্কি’র স্থান চতুর্থ। এই ছবির আগে ‘ফাইটার’, ‘শয়তান’, আর ‘ক্রু’ ছবির নাম আছে। ‘কল্কি’ হিন্দি ছাড়া তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
প্রায় ২০০ কোটি রুপি ব্যয়ে বিগ বাজেটের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-তে দীপিকা পাড়ুকোন ও প্রভাস ছাড়াও অভিনয় করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চন, দিশা পাটানির মতো তারকারা। তাছাড়া ‘কল্কি’ ছবিতে ম্রুণাল ঠাকুর, বিজয় দেবারাকোন্ডা, দুলকর সালমান, এস এস রাজামৌলি, রাম গোপাল ভার্মাকে ক্যামিও হিসেবে দেখা গেছে।
‘কল্কি ২৮৯৮ এডি’-র মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ৫০ বছর উদ্যাপন চলছে। সিনেমা বোদ্ধারা বলছেন, ২০২৪ সালের প্রতীক্ষিত এ সিনেমার আয় ভাঙতে চলেছে ভারতীয় সিনেমার আয়ের পুরানো সব রেকর্ড।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩