মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত করা হয়েছে।২৩ জুন রবিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্কৃতিতে পুস্পমাল্য অর্পন, বৃক্ষ রোপন ও সকাল ১০টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী। এসময় আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, মোঃ নইমুদ্দিন শাহ, মোঃ জাকিউর রহমান জাকির, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন নাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক এটিএম মামুন, মোঃ শামীম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ রানা, যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ আসরাফ আলী তুহিন, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশান প্রমুখ।
কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/দুপুর ২:৫৫