বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রকৃতিতে কখনো রোদ, কখনো মেঘের আনাগোনা। ভ্যাপসা গরমের সঙ্গে মৃদু বাতাস। তবে কোনো কিছুই ছোঁয়ে যায়নি ভোটারকে। সাত সকালেই তারা হাজির।ব্রাহ্মণবাড়িয়াী বিজয়নগর উপজেলায় বুধবার সকাল থেকেই যেন ভোট উৎসব। সকাল আটটা থেকে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। কোথাও নারী, কোথাও পুরুষ ভোটার বেশি। যেখানে নারী ভোটার বেশি সেখানে লাইন দেখা যায়।এ উপজেলার ১০টি ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহন অনুষ্ঠিত চলছে। ভোটার দুই লাখ ১০ হাজার ৫৩৮। ছয় জন চেয়ারম্যানের পাশাপাশি নয়জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল পৌণে নয়টায় সিংগারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, তিন-চারটি লাইনে অর্ধশত ভোটার। সোয়া নয়টার দিকে শ্রীপুর মাদরাসা কেন্দ্রে ভোটারদের লাইন ছিলো বেশ। সেখানে নারী ভোটার বেশি। তবে দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারীর চেয়ে পুরুষ ভোটার ভোট দেয় বেশি।শ্রীপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুরাদ হোসেন পাটোয়ারী জানান, শুরুর এক ঘন্টায় ১৬৯ ভোট পড়ে। মোট ভোটার ৩৫৬৬। চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জায়মন জাহান জানান, প্রথম দুই ঘন্টায় ১২ ভাগ ভোট পড়ে।