বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর এলাকা থেকে বুধবার দুপুরে ৬৫ বছর বয়সি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, কৃষি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই বৃদ্ধের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
কিউএনবি/আয়শা/২২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১৫