শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

স্বাস্থ্যসেবায় দেশ সেরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৫ Time View

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি : সারাদেশের ৪শ ৯২টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে স্বাস্থসেবা প্রদানে দেশসেরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কমপ্লেক্স স্কোরিং ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য বিভাগের র‌্যাংকিং-এ সারাদেশের ৪শ ৯২টি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সর্বোচ্চ ৮৯.৪৪ রেটিং পয়েন্ট নিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান অর্জন করে।সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য বৃদ্ধির প্রতি গুরুত্ব দিয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে সারি সারি টবে সবুজের সমারোহ। গাছে গাছে ঝুলছে ফল ও নয়নাভিরাম ফুল।

ছাদের পাশাপাশি পুরো কমপ্লেক্স চত্ত্বরসহ আবাসিক ভবনের আনাচে-কানাচে গড়ে তোলা হয়েছে মিনি ফুলবাগান। সেইসাথে শোভা পাচ্ছে ছোটছোট সব্জিক্ষেত, ভেষজ বাগান। পুরো চত্ত্বর ঝকঝকে তকতকে। সন্ধ্যার পর থেকেই ভুতুড়ে পরিবেশ দূর করতে আবাসিক ভবনসহ পুরো হাসপাতাল এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিতসহ এ সবুজায়ন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন।উল্লেখ্য, ২০২১ সালের ১২ আগষ্ট শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যোগদান করেন ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্ত ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন। তিনি এ হাসপাতালে যোগদানের পর থেকেই পাল্টে গেছে হাসপাতালের দৃশ্যপট। হাসপাতাল প্রাঙ্গন দালাল মুক্ত হয়েছে ও জরুরী বিভাগে কোম্পানীর রিপ্রেজেন্টিভদের প্রবেশে নিশেধাজ্ঞা এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রোগীদের সঠিক সেবা নিশ্চিতে বদলে ফেলা হয়েছে ভেতরের পরিবেশ।

অন্যদিকে, ২০১৮ সালের ২২ এপ্রিল এ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ১৩ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক চারতলা বিশিষ্ট ওপিডি ভবনসহ আরও ৪টি ভবন উদ্বোধন করা হয়। এমন অবকাঠামোগত সুবিধা থাকলেও হাসপাতালটিতে নরমাল ডেলিভারির সংখ্যা ছিল খুবই কম। পরে ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকনের হাত ধরেই স্বাভাবিক প্রসব কার্যক্রমের উদ্যোগ ও ব্যাপক প্রচার চালানো হয়। তার নেয়া বিভিন্ন উদ্যোগের ফলে মানুষের আস্থা ফিরছে স্বাভাবিক প্রসবে। ইতিমধ্যে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবে উপজেলায় সাড়া ফেলেছে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ৩৬ বছর পর অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। যেখানে নিয়মিত সিজারিয়ান সেকশন অপারেশন হয়। পাশাপাশি এই হাসপাতালে প্রতি মাসে গড়ে ৫০টার উপরে নরমাল ডেলিভারি হয়। এছাড়াও নবজাতক এর জন্য গিফটের ব্যবস্থা চালু আছে। প্রায় ২২ বছর পর হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন চালুর পাশাপাশি হাসপাতালে প্যাথোলোজীর সকল পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাফী পরীক্ষা, যক্ষা রোগীদের জিন এক্সপার্ট পরীক্ষা, ইসিজি, এ এন সি এবং পি এন সি সেবা, সুসজ্জিত ডেন্টাল সার্ভিস, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা, টেলি-মেডিসিন চিকিৎসা সেবা, হারবাল চিকিৎসা সেবা, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার রোগীদের জন্য এন সি ডি কর্ণার, শিশুদের জন্য আই এম সি আই কর্ণার ও কে এম সি কর্ণার সহ অন্যান্য সকল ধরনের স্বাস্থ্য সেবা চালু রয়েছে। সেইসাথে হাসপাতালের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির সভাবর্ধক ও ফলজ গাছের মাধ্যমে মনোরম ছাদবাগান তৈরী, ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানোর জন্য পুষ্টি বাগানসহ বিভিন্ন ধরণের ফলজ বৃক্ষের বাগান। রোগী ও তাঁদের অ্যাটেন্ডেণ্টদের খাবারের জন্য আছে ডাইনিং রুমের ব্যাবস্থা ও সুন্দর গ্যারেজের ব্যবস্থা। শেরপুর উপজেলাসহ আশপাশের প্রায় ৬-৭টি উপজেলার মানুষ আগে দীর্ঘ পথ পারি দিয়ে বগুড়া থেকে জলাতঙ্ক এর ভ্যাকসিন নিয়ে আসত, ২০২১ সাল থেকে অত্র হাসপাতালে জলাতঙ্ক এর ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়। আগে এই হাসপাতাল থেকে দৈনিক গড়ে ২শ-২শ ৫০ জন রোগী স্বাস্থ্য সেবা গ্রহণ করতেন আর বর্তমানে পরিবেশ ও সেবার মান উন্নয়নের ফলে দৈনিক প্রায় ৯শ-১ হাজার মানুষ তাঁদের স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।

এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, স্বাস্থ্য সেবা অধিকার। এরই ধারাবাহিকতায় এই অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিমের সকল কর্মকর্তা ও কর্মচারী। আমরা প্রতিটি মানুষের দোঁড়গোড়ায় সু-স্বাস্থ্যসেবা পৌঁছাতে অঙ্গীকারবদ্ধ।’ সেইসাথে শেরপুর তথা বগুড়া জেলার ইতিহাসে এটি সর্বোচ্চ অবস্থান। তিনি আরো বলেন, ‘এই অর্জন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফসল। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে অসংখ্য ধন্যবাদ শেরপুর ধুনটের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবর রহমান (মজনু) এম.পি স্যার এবং বগুড়া জেলার সিভিল সার্জন স্যারকে। চাহিদা অনুযায়ী সব ধরনের সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করে আগামী দিনগুলোতেও এ উপজেলার মানুষের সহযোগিতা কামনা করেন এই কর্মকর্তা।’

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit