জালাল আহমদ,ঢাকা : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন,”দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকেরা অসহায়ভাবে জীবনযাপন করছে।তারা তিনবেলা খেতে পারে না। তাদের জীবন ভালোমতো চলছে না। আজ ১ মে বুধবার সকালে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে লেবার পার্টির শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
লায়ন মোঃ ফারুক রহমান আরও বলেছেন,” শ্রমিকরা এদেশের প্রধান চালিকা শক্তি। এই শ্রমিকরা ধান উৎপাদন করে, মাছ চাষ করে , বস্ত্র তৈরি করে এবং বিল্ডিং- রাস্তা ঘাট নির্মাণ করে বলেই আমরা জীবন যাপন করি।অথচ প্রত্যেকটি সেক্টরে এই শ্রমিকরা নির্যাতিত”।
তিনি আরো বলেন,”দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না । বিদেশীরা বিনিয়োগ করছে না । ফলে শ্রমিকরা শ্রমের সঠিক মূল্য পাচ্ছে না। আজকে কারখানাগুলোতে কোন কারণ ছাড়াই শ্রমিক ছাটাই করছে। ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকায় এই সমস্যা আরও বাড়ছে”।
এ সময় শ্রমিক সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের সহ-সভাপতি ও মুখপাত্র আল রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মোঃ আমিনুল ইসলাম, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,
লেবার পার্টির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হুমায়ুন কবির, মোঃ শওকত হোসেন চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা লেবার পার্টির সভাপতি মোঃ আল আমিন,বাংলাদেশ ছাত্রমিশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ সিয়াম হোসেন প্রমুখ। শ্রমিক সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন স্তরের মানুষের কাছে ঠান্ডা পানি বিতরণ করা হয়।
কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/বিকাল ৫:১৯