তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের আত্রাখালী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৮৮ বোতল ভারতীয় মদসহ ১ জন কে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বালুবাহী ড্রামট্রাক থেকে এ মদ উদ্ধার করা হয়। আটককৃত চালক মো. ফুরকান (২১) কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের লোকমান আলীর ছেলে।
দুর্গাপুর থানার সাবইন্সপেক্টর শাহজাহান জানান, সীমান্ত এলাকা থেকে বালুবাহী ড্রামট্রাকের ভিতর মদের চালান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ড্রামট্রাকের ভিতর থেকে ৬টি বস্তার মধ্যে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৮৮ বোতল মদ সহ ড্রামট্রাকের চালক ফুরকান মিয়া কে আটক করা হয়। পরবর্তিতে আইনী প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:০০