মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল ২১ এপ্রিল রবিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা প্রযন্ত চেয়ারম্যান পদে (বর্তমান চেয়ারম্যান) এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী ও প্রাক্তন চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ঈগলু। ভাইস চেয়ারম্যান পদে মোঃ সাকিউজ্জামান বাপ্পী, মুহাঃ রেদওয়ানুল কারিম রাবিদ, বীর ভদ্র রায়, মোঃ জুলফিকার আলী ভুট্টু, মোঃ নুর আলম, প্রবীর কুমার রায়, মোঃ হুসেন মোল্ল, মোঃ শাহনুর সেলিম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুতুল রানী রায়, লায়লা মোত্তালেব ও আফরোজা বেগম অনলাইনে মনোনয়ণ পত্র দাখিল করেন। এছাড়াও উক্ত নির্বাচনে অংশগ্রহন কারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা অনলাইনের পাশাপাশি ড্যামি কপি রিটানিং ও সহকারী রিটানিং অফিসারের নিকট জমা দেন। উল্লেখ যে, আগামী ২১ মে -২০২৪ বোচাগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২১