বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেফটিক ট্যাংক পরিস্কার করতে মারা যাওয়া তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামের মো. চুন্নু মিয়া (২৫), কৃষ্ণনগর গ্রামের মো. আলম মিয়া (২২) ও মইজপুর গ্রামের সম্রাট মিয়া।
উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুতমা গ্রামে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। বেলা দুইটার দিকে ট্যাংকি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাস্থলে থাকা নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা জানান, একটি নির্মানাধীন ভবনের ট্যাংকিতে এ ঘটনা ঘটে। ট্যাংকিটি ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করা হয়।
কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০৫