বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. বিল্লাল মিয়া দায়িত্বভার গ্রহন করে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা পরিষদ মিলনায়তনে মত বিনিমিয়কালে বিল্লাল মিয়া তার বক্তব্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বলেন, ‘সাংবাদিকদের জন্য আমার দরজা সব সময় খোলা।’
এ সময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি নিয়াজ মুহম্মদ খান বিটু। জেলা পরিষদ সদস্যদের মধ্যে মো. সাইফুল ইসলাম, পায়েল হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৪/রাত ১০:৪৯