শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষক শহিদ মিয়া (৫২) নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রাজঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শহিদ মিয়া উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের হাওরে রোববার সকাল সাড়ে ১১টার দিকে হাওরে নিজ জমিতে কাঁচা মরিচের পরিচর্যা করছিলেন শহিদ মিয়া। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনিারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/রাত ৯:৩৫