বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারতে অনুপ্রবেশের অপরাধে সাজা পাওয়া নারীসহ দুই বাংলাদেশি নাগরিক আগরতলা–আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। সোমবার (৮ এপ্রিল) বেলা সোয়া একটার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের চেকপোস্ট দিয়ে তাঁরা দেশে ফেরেন। এসময় ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন ঢাকা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার সাথী আক্তার ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির মো: মাসুদ মাহাদী।
মো: মাসুদ মাহাদী জানান, গত একবছর আগে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে নিজের অজান্তেই সীমানা অতিক্রম করে ঘুরাঘুরি করার সময় ভারতীয় বাহিনীর হাতে আটক হন। পরে আদালত তাকে একমাসের সাজা দেয়। সাজা শেষে তিনি হোমে ছিলেন এক বছর।এক বছর পর আজকে মাসুদ মাহাদী দেশে ফিরলেন।ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রশাসনীক কর্মকর্তা চঞ্চল কুমার দে সাংবাদিকদের বলেন, ২ জন বাংলাদেশিকে নিজ দেশে প্রত্যাবর্তন করেছি। তারা পাসপোর্ট ছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। সেখানে তারা সাজা খাটে। সাজা শেষে ডিটেনশন সেন্টারে ছিলেন। পরে দুই দেশের প্রক্রিয়া শেষে আজ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হলো।
এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রশাসনীক কর্মকর্তা চঞ্চলকুমার দে, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, ৪২ বিএসএফ কোম্পানি কমান্ডার প্রশান্ত কুমার, ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম, আখাউড়া আইসিপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শাহআলম এবং ভারত থেকে ফেরত আসা দের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/রাত ৮:৫৮