বরিশল গ্রামে ১৩০ জন অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন আবদুল হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশন
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
৯৭
Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বরিশল গ্রামে মরহুম আবদুল হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগো ১৩০ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরন করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন উক্ত সংগঠন। সার্বিক তত্বাবধানে ও অর্থায়নে ছিলেন মরহুম আবদুল হান্নান সরকারের সুযোগ্য ২ ছেলে। একজন ব্রাহ্মণবাড়িয়া সদরের সুযোগ্য দলিল লেখক জসিম সরকার ও ব্রাজিল প্রবাসী রবিন সরকার।
বিতরন অনুষ্টানে সুলতান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজের অতিথি শিক্ষক আলী আফজাল ভুইয়া। আবদুল হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও বর্তমান মেম্বার আবদুল বাছির খানের পরিচালনায় বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি লোকমান ভুইয়া, আশারুজ্জামান ভুইয়া খোকন, সেলিম ভুইয়া, কালু সরকার, রুপা মিয়া খন্দকার প্রমুখ।
বিতরন শেষে মরহুম আবদুল হান্নান সরকারের এর ছেলে দলিল লেখক জসিম সরকার তার বাবার রুহের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান। বিতরন সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাউল, চিনি, লাচ্ছি সেমাই, পিয়াজ, সয়াবিন তৈল, দুধ ও মুড়ি। বিতরন শেষে মরহুম আবদুল হান্নান সরকার ও তার পরিবারের শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন বরিশল পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব আনোয়ার হোসেন।