বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন পরির্বতনের দাবিতে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা একদিনের পরিবর্তে প্রত্যেক পরীক্ষার আগে অন্তত তিনদিনের ব্যবধান রাখার দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ ও নূরে জান্নাত অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। সেশনজট কমানোর কথা চিন্তা করে এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষায় একদিনের ব্যবধান রাখা হয়েছে। কিন্তু নানা কারণে একদিনের ব্যবধান রেখে পরীক্ষা কোনোভাবেই সম্ভব নয়। আমরা চাই অন্তত প্রত্যেক পরীক্ষার আগে তিনদিনের ব্যবধান রাখা হোক।’
কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৪/রাত ৯:১৬