আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে কৃষক, ছাত্র, নারী উদ্যোক্তা ও নি¤œ আয়ের প্রান্তিক মানুষদের নিয়ে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। ২৪ মার্চ রবিবার বিকেল সাড়ে ৫ টায় ধুনটমোড়স্থ শাখা কার্যালয়ে অত্র শাখার এসপিও আল ইমরান এর সঞ্চালনায় আয়োজিত গ্রাহকদের সাথে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিয় সভায় বক্তব্য রাখেন শাখার ব্যবস্থাপক ও এফএভিপি এ.এস.এম. রবিউল ইসলাম।এ সময় এএস এম রবিউল ইসলাম বলেন, ব্যক্তি পর্যায়ে আয়-ব্যয় পরিকল্পনা, আয়-ব্যয়ের সমন্বয়, বিনিয়োগ, সঞ্চয় ইত্যাদি বিষয় আর্থিক সাক্ষরতার সাথে সম্পর্কিত। আর্থিক সাক্ষরতার লক্ষ্য হচ্ছে যে, ব্যক্তি তার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে সচেতন হবে এবং অথনৈতিক ব্যবস্থাকে নিজের কাজে লাগিয়ে উপকৃত হবে। এ সময় শাখার অন্যান্য কর্মকর্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৪/বিকাল ৫:১১