নওগাঁ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের পুরাতন বাসষ্টান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যরিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বলিহার ইউ‘পি চেয়ারম্যান মাসফেকুর রহমান মাহিন, সহ জেলা আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় প্রায় ৫শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৪/রাত ৮:১১