আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপহার দেওয়া গাড়িতে চড়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনকে। উত্তর কোরিয়ার বিশিষ্ট সরকারি কর্মকর্তার দ্বায়িত্বে থাকা কিমের বোন কিম ইয়ো জং জানিয়েছেন, দেশটির নেতা শুক্রবার প্রথমবারের মতো গাড়িটি ব্যবহার করেছিলেন।
গত সেপ্টেম্বরে রাশিয়া সফর করেছিলেন কিম জং-উন। সে সময় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। আর এই সফরের মধ্য দিয়ে পিয়ংইয়ং ও মস্কো কাছাকাছি আসার পাশাপাশি সামরিক সম্পর্ক জোরদার করার কথাও জানায়।গত মাসে উত্তর কোরিয়ার প্রশাসন জানায়, কিম জং-উনকে একটি গাড়ি উপহার দিয়েছেন পুতিন। কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িটি পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫০