এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় শান্তি বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দিঘলসিংহা গ্রামের স্বর্গীয় নিশান বিশ্বাসের ছেলে।বুধবার (১৩ মার্চ) বিকাল পাঁচটার দিকে ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।হাসপাতাল, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শান্তি বিশ্বাস চৌগাছা বাজারে খুচরা মাছ ব্যবসায়ী ছিলেন। কয়েক বছর ধরে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন।
তিনি বুধবার বিকাল ৫ টার দিকে ছুটিপুর বাজারে সড়ক পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।এ রিপোর্ট লেখার সময় (রাত ৯টা) তার লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে ছিলো ।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৪/রাত ১০:২৬