আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে নৌকাডুবির ঘটনায় ১২ জন পাকিস্তানি জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দেশটির সেনাবাহিনী বলেছে, নৌবাহিনী এখনও নিখোঁজ দুই জন জেলের সন্ধান করছে।
প্রসঙ্গত, মাছ ধরার জাহাজটি গত ৫ মার্চ ডুবে যায়। এর পর হেলিকপ্টার, জাহাজ এবং স্পিডবোটসিহযোগে দক্ষিণ সিন্ধু প্রদেশের জলে অনুসন্ধান কাজ শুরু করেন উদ্ধারকারীরা।
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২০