এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জের ধরে বাবা-মা ও ভায়ের হাতে রেজাউল ইসলাম সাইমন (২৩) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খান গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছেন।
স্থানীয় ইউপি সদস্য সামসুল আলম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বড়খানপুর গ্রামের ঢাকা পাড়ায় আয়তাল হোসেন (৬০) এর তিন ছেলে সন্তানসহ তার পরিবার নিয়ে বসবাস করেন। তার স্ত্রী সালেহার কারণে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। পারিবারিক কলহের কারনে বড় দুই ছেলে বাবা-মা থেকে আলাদা সংসারে বসবাস করছিলেন। মেজো ছেলে রিজাউল ইসলাম বিয়ে করার পর থেকেই মা সালেহা ছেলের স্ত্রী সুমি আক্তারের উপরে নানাভাবে অত্যাচার নির্যাতন করত। কিন্তু পারিবারিক অশান্তির কথা চিন্তা করে রিজাউল ইসলাম প্রতিবাদ করতেন না।
সোমবার মা সালেহা বেগম অন্যদিনের ন্যায় তার পুত্রবধুর উপর অত্যাচার নির্যাতন করে। এ ঘটার প্রতিবাদ করে ছেলে রেজাউল ইসলাম সাইমন। এতে কলহে জড়িয়ে পড়ে তারা। এক পর্যায়ে পিতা আয়তাল হোসেন ও ছোট ছেলে মনির হোসেন রেজাউল ইসলামকে ধরে রাখে। এ সময় মা সালেহা বেগম রেজাউল ইসলামকে এলাপাতাড়ি ভাবে শক্তলাঠি দিয়ে মারপিট করে এতে তার শরিরের বিভিন্ন স্থানে যখমের সৃষ্টি হয়। ফলে গুরুতর আহত হয়ে পড়ে রেজাউল ইসলাম।
পরে তার স্ত্রী সুমি আক্তার গ্রাম্য চিকিৎসককে ডেকে আনলে চিকিৎসায় বাধা দেয় মা সালেহা বেগম। রাত ১২ টার দিকে তার শারীর অবস্থার ব্যাপক অবনতি হলে স্ত্রী সুমি আক্তার স্থানীয়দের সহযোগীতায় স্বামী রেজাউল ইসলামকে পাশের ঝিনাইদহ জেলার কোঁটচাদপুর উপজেলা সরকারি হাসপাতালে নেয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় হাসপাতালে উপস্থিত মা সালেহা বেগম ও পিতা আয়তাল হোসেনকে কোঁটচাদপুর থানার পুলিশ হেফাজতে নেন। পরে তাদেরকে চৌগাছা থানা পুলিশের নিকট প্রেরণ করা হয়। মঙ্গলবার নিহত রেজাউল ইসলামের ছোট ভাই ইসরাফিল হোসেনকে চৌগাছা কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে আটক করেন চৌগাছা থানা পলিশ। সে উপজেলার গুয়াতলী মাকামুস সুন্না দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী। এদিকে নিহত রেজাউল ইসলামের মরাদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রেজাউল ইসলামের দুই বছর বয়সের একটা ছেলে সন্তান রয়েছে। স্ত্রী সুমি আক্তার বাদি হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়া শেষে আটক আসামীদের আদালতে প্রেরন করা হবে।
কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২৮