ডেস্ক নিউজ : বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান শ্রীবরদী উপজেলার বড় পোড়াগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মা-মনি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ যাচ্ছিল।
চালক তার সহকারীকে বাস চালাতে দিয়ে নিজে পেছনের সিটে ঘুমাচ্ছিলেন। সকাল ৮টার দিকে শ্রীবর্দী উপজেলার কুরুয়া পশ্চিম পাড়া এলাকায় এলে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠ বোঝাই ট্রলিকে ধাক্কা দিয়ে বাড়িতে ঢুকে যায়। তবে বাড়ির কেউ হতাহত হননি। এ সময় ঘটনাস্থলেই ট্রলির সহকারী মারা যায়। ট্রলির চালকসহ বাসের অন্তত আরও ১০ জন আহত হন।
কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:১৮