বিনোদন ডেস্ক : জনপ্রিয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ‘অপারেশন জ্যাকপট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্ত ও বর্ষা। এসময় অনন্তের কাছে জানতে চাওয়া হয়, বর্ষা ছাড়া অন্য নায়িকার সঙ্গে অভিনয় করলে স্ত্রী হিসেবে বর্ষা নিরাপত্তাহীনতায় ভোগেন কি না?
এ প্রশ্নের উত্তরে অনন্ত বলেন, আমরা দুজনেই প্রথমে নিজেদের প্রোডাকশনে কাজ করতাম। এখন বাইরের প্রোডাকশনে কাজ করি। এক্ষেত্রে প্রযোজক যে কারো সঙ্গেই আমাকে দিয়ে অভিনয় করাতে পারেন।
অনন্ত আরও বলেন, তবে আমি বলব, আমরা নিজেদের প্রোডাকশনের সিনেমাতেও কিন্তু সিনেমার গল্প ও চরিত্রের কারণে একাধিক নায়ক- নায়িকার সঙ্গে অভিনয় করেছি। আসলে অন্য কারো সঙ্গে অভিনয় করলে আমাদের মধ্যে নিরাপত্তাহীনতা বোধ এখন হয় না।
এ সময় আবেগী হয়ে অনন্ত বলেন, এখন সিনেমায় কাজ করতে গিয়ে অনেকের মধ্যে প্রেম এরপর বিয়ে হয়ে যায়। এ বিষয়টি আমাদের মধ্যে হবে কিনা সে বিষয়ে আমি আর বর্ষা খোলামেলা আলোচনা করেছি। বর্ষা বলেছে, অন্য কারো সঙ্গে অভিনয় করলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে না তার।
অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গেই অনন্ত বলেন, আমিও আমার দিক থেকে পুরোপুরি ক্লিয়ার। সিনেমায় অভিনয়ের জন্য যদি কারো সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে হয়, করব। কিন্তু ওই পর্যন্তই। সিনেমা শেষ, ওই নায়িকার পার্টও শেষ। কারণ আমি বর্ষাকে বলেছি, একমাত্র আমি পাগল না হয়ে গেলে তোমার (বর্ষা) থেকে আমাকে কোনো মেয়ে ছিনিয়ে নিতে পারবে না।
আমন্ত্রিত অতিথি ও দর্শকদের মাঝে অনন্তর মুখে এমন ছিনিয়ে নেয়ার টিপস শুনে মুখের হাসি ধরে রাখতে পারেননি বর্ষা। এসময় অনন্তর প্রতি আস্থা বর্ষার চোখে-মুখে স্পষ্ট হয়ে ওঠে।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৪০