বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর ওসমান হাদিকে হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বব্যাপী শিখদের বিক্ষোভ রাতে আরও বাড়বে শীত, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার আভাস বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা ২৫ শতাংশ পারিশ্রমিকের পাশাপাশি ১৫ দিনের ভাতাও পরিশোধ করলো সিলেট ২০২৬ সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে, মনে করেন অধিকাংশ রাশিয়ান শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা হাতিয়ার জাগলার চরে গোলাগুলিতে নিহত বেড়ে ৬, থানায় মামলা

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেনও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইতে মঙ্গলবার কমেছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৮৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৬ হাজার ২৫৬ দশমিক ১২ পয়েন্টে ও ১ হাজার ৩৫৯ দশমিক ৭৭ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩২ দশমিক ১২ পয়েন্টে। 

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১৮ কোটি ৫৮ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫৩ কোটি ৯৪ লাখ টাকা। এ ছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৪টি কোম্পানির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। এ ছাড়া বেস্ট হোল্ডিংস, আফতাব অটোমোবাইলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফু-ওয়াং সিরামিক, ফরচুন সুজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, মন্নো ফেব্রিক্স, এবি ব্যাংক ও একমি পেস্টিসাইড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে এদিন একটি বাদে কমেছে সব সূচকের মান। মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৫৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২২ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ৯৫০ দশমিক ২৫ পয়েন্টে ও ১০ হাজার ৭৫১ দশমিক ৭৫ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৫২ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৮ দশমিক ১১ পয়েন্টে ও ১ হাজার ১৫০ দশমিক ৫৯ পয়েন্টে। তবে ৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১৩ হাজার ৩৬৮ দশমিক ২৭ পয়েন্টে।
 
সিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৩৩ লাখ  টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫ কোটি ৮৮ লাখ টাকা।
 
সিএসইতে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit