স্পোর্টস ডেস্ক : ফিট থাকা সব ক্রিকেটারকে রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু তাই নয়, রাজ্য দল চাওয়ার পরও যথাযথ কারণ ছাড়া কেউ রঞ্জিতে না খেললে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন জয় শাহ। কিন্তু এতকিছুর পরেও রঞ্জি ট্রফিকে গুরুত্ব দিচ্ছেন না ক্রিকেটাররা। এবার তাই ক্রিকেটারদের হুশিয়ারি দিতে চিঠি দিয়েছেন বোর্ডের সচিব জয় শাহ।
বিসিসিআই সচিব চিঠিটি পাঠিয়েছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অধীন থাকা এবং ‘এ’ দলের ক্রিকেটারদের। সেখানে সাফ জানিয়ে দেয়া হয়েছে, ঘরোয়া ক্রিকেট এখনো ভারতীয় দলে জায়গা করে নেওয়ার গুরুত্বপূর্ণ মাপকাঠি। কেউ লাল বলের ক্রিকেটকে এড়িয়ে গেলে সেটা তার ওপর গুরুতর প্রভাব ফেলবে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পাঠানো চিঠিতে জয় শাহ লিখেছেন, ‘সম্প্রতি খেলোয়াড়দের মধ্যে একটি প্রবণতা দেখা গেছে, যা আমাদের জন্য উদ্বেগের কারণ। কিছু খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে অগ্রাধিকার দেওয়া শুরু করেছে। খেলোয়াড়দের এ ধরনের পরিকল্পনা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। ঘরোয়া ক্রিকেটই সব সময় মূল ভিত্তি। এর ওপর ভারতীয় ক্রিকেট দাঁড়িয়ে আছে। খেলার প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গা থেকে এটিকে কখনোই অবমূল্যায়ন করা হয়নি। ঘরোয়া ক্রিকেটই ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড গঠন করে এবং জাতীয় দলের ফিডার লাইন হিসেবে কাজ করে।’
তিনি আরও লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি শুরু থেকেই পরিষ্কার—ভারতের হয়ে খেলতে আগ্রহী প্রত্যেক ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে হবে। সেখানকার পারফরম্যান্স জাতীয় দলে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে এবং সেখানে অংশগ্রহণ না করাটা গুরুতর প্রভাব ফেলবে।’
গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে ছিলেন কিষাণ। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন এই ব্যাটার। ভারতের ফেরার কথা বলে ছুটি নিলেও এই ক্রিকেটার যান দুবাইয়ে। সম্প্রতি রঞ্জি ট্রফিতে না খেলে বিদেশে গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর ছবি দিয়েছেন তিনি। সঙ্গত কারণেই তার ওপর বেশ চটেছে বিসিসিআই।
শ্রেয়াস আইয়ারের রাজ্য দল মুম্বাই রঞ্জিতে খেলছে আসামের বিপক্ষে। বিসিসিআই তাকে রঞ্জিতে খেলতে বললেও পিঠে ব্যথার অজুহাত দিয়ে খেলছেন না তিনি। রাজস্থানের হয়ে খেলার কথা থাকলেও মাঠে নামেননি দীপক চাহার।
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০