স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সাগরিকায় ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। একদলের হোম ভেন্যু, আর অন্য দলের আত্মবিশ্বাসের জায়গাটা সাম্প্রতিক সময়ের দারুণ ছন্দ। রংপুর রাইডার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের ৩৪তম ম্যাচটায় মুখোমুখি হবে এই দুদল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই দিচ্ছে এ ম্যাচ। ঢাকা, সিলেট, ঢাকা ঘুরে এবার চট্টগ্রামে জমে উঠেছে বিপিএল পয়েন্ট টেবিলের লড়াই।
এবারের বিপিএলে জয়ের ট্রেন ছুটেছে রংপুর রাইডার্সের। দুর্দান্ত ছন্দে থাকা দলটা এখন পর্যন্ত খেলা নয় ম্যাচের মাত্র দুটিতে হেরেছে। টানা ছয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সাকিব-সোহানরা। চোখের সমস্যায় শুরুতে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে না পারলেও ছন্দে ফিরেছেন মিস্টার সেভেনটি ফাইভ। ব্যাট হাতে ছন্দে আছেন মিরাজ, সোহানরাও। বোলিংয়েও ভালো অবস্থানে নাসুম, লুক উড, নাহিদ রানা, মুকিদুলরা। চোখের সমস্যা থাকলেও সাকিব সেরা পারফরম্যান্স ধরে রাখবেন বলে প্রত্যাশা রাইডার্সের ফরেইন রিক্রুট জিমি নিশামের।
গণমাধ্যমকে এ কিউই অলরাউন্ডার বলেন, ‘বেশ ভালো মানের ক্রিকেট হচ্ছে, বড় রানও হচ্ছে। আশা করি, আমরা আরও কিছু বড় রানের ম্যাচ খেলতে পারব। দলের আবহটা এখন বেশ ভালো। আমরা পরের ম্যাচের জন্য মুখিয়ে আছি। সাকিব দারুণ একজন ক্রিকেটার। সে যদি চোখে না-ও দেখে, তারপরও বোলিং করতে পারবে। তাতেও সে ভালো করবে। সে দুর্দান্ত খেলছে। দলে তার থাকা মানে দুজন খেলোয়াড় থাকা। সে অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন এবং অন্যতম সেরা বোলারও। তার দলে থাকা বিরাট সুবিধা। গত কয়েকটি ম্যাচে সে দারুণ পারফর্ম করছে। আশা করছি, সে এই ফর্মটা ধরে রাখবে।’
এদিকে মিরপুর কিংবা সিলেটের রানখরা ঘুচছে চট্টগ্রামে। হোম ভেন্যুতে রানের ফোয়ারা ছোটানোর লক্ষ্য চট্টগ্রামের দলটার। তবে ঘরের মাঠেও নিজেদের শেষ ম্যাচটায় জয়ের দেখা পায়নি চ্যালেঞ্জার্স। সেখানে আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখা যাবে দলটার। বেশ কিছুদিন টেবিলের তিনে অবস্থান করলেও নেট রান রেটে এগিয়ে যাওয়ায় টেবিলের তিনে উঠে গেছে ফরচুন বরিশাল। নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জয় নিয়ে কিছুটা অস্বস্তিতে দলটা। তবে এখান থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আল আমিনদের।
গণমাধ্যমকে পেসার আল আমিন বলেন, ‘শেষ দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর। আমাদের সামনে আরও তিনটা সুযোগ আছে। দুটো সুযোগও যদি কাজে লাগাতে পারি, আমাদের ভালো সম্ভাবনা আছে।’
পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে যেকোনো মূল্যে এই ম্যাচ জিততে চায় সাগরিকার দলটা।
কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:১২