স্পোর্টস ডেস্ক : রাজকোটে দিনটা শুরু হয়েছিল সরফরাজ খানের নামে। অভিষেক ক্যাপ নেওয়ার সময় বাবা-ছেলের আবেগমাখা সেই চিত্র ফাঁকি দিতে পারেনি মাঠে কোনো ক্যামেরাকেই। তবে তাদের আনন্দের দিনে দলের ব্যাটিংয়ের শুরুটা ছিল ভিন্ন।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে মার্ক উডের পেস তোপে ৩৩ রানেই সাজঘরে পাড়ি জমান ৩ ব্যাটার। সেখান থেকে দিনের শেষটা এমন জায়গায় থামবে সেটা ভাবা হয়তো কিছুটা কষ্টকরই ছিল। তবে রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজার ২০৪ রানের অসাধারণ জুটি পর অভিষিক্ত সরফরাজকে নিয়ে জাদেজার ৭৭ রানের জুটি।
এতে রাজকোট টেস্টের প্রথম দিনের শুরুটা ইংলিশদের ঝুলিতে থাকলেও শেষটা নিজেদের করে রাখল রোহিত শর্মার দল। দিনের তিন সেশন মিলিয়ে ৮৬ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান স্কোরবোর্ডে যোগ করেছে ভারত।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০