ডেস্ক নিউজ : সরফরাজের মতো অবস্থানে যেতে পারলে যে কোনো বাবারই চোখ থেকে অশ্রু ঝরার কথা। কিন্তু নওশাদের চোখের জলের অর্থ কিছুটা ভিন্ন। নিজ হাতেই ছেলেকে ক্রিকেটীয় শিক্ষা দিয়েছেন তিনি। গত কয়েক বছর ধরে সরফরাজ আছেন ফর্মের শিখরে। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন, তবুও জাতীয় দলে সুযোগ মিলছিল না। অবশেষে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এল মাহেন্দ্রক্ষণ। কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলের হাত থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন সরফরাজ, নওশাদের কান্নাটা তো ভিন্নই!
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪০