স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেটে বড় রদবদলের আভাস পাওয়া যায়। কোচিং প্যানেলে আমূল পাল্টে ফেলা হয়।
বিদেশি কোচদের হটিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের নিয়োগ দেয়া হয় কোচিং প্যানেলের বিভিন্ন পদে। সবচেয়ে বড় দায়িত্বটা পান পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। দলের হেড কোচ এবং ডিরেক্টর অব ক্রিকেট পদে নিয়োগ পান এই সাবেক ক্রিকেটার।
তবে লাগাতার ব্যর্থতার জেরে অল্প সময়ের মধ্যেই সে চাকরি থেকে ছাঁটাই হতে হল হাফিজকে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যথাক্রমে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে ফল পক্ষে আসেনি পাকিস্তানের। যার ফলে কোচ হিসেবে হাফিজের অবস্থান দুর্বল হয়ে যায়।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:২১