স্পোর্টস ডেস্ক : রাজকোট টেস্টের প্রথম দিনে বিপাকে পড়ে গেছে ভারত। প্রথম ঘণ্টাতেই বিদায় নিয়েছেন তিন জন ব্যাটার। ৩৩ রানে তিন উইকেট খোয়ানো দলকে বাঁচানোর দায়িত্বটা এখন রোহিত শর্মার কাঁধে। পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড হেসেছিল শেষ হাসি। তবে পরের ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। তৃতীয় টেস্টে দুই দলই তাই চাইবে জিতে এগিয়ে যেতে।
সেই লক্ষ্যে নামার ম্যাচে ভারত তাদের একাদশে এনেছে সরফরাজ খানকে। সঙ্গে দলে ধুঁকেছেন ধ্রুব জুরেলও। মোহাম্মদ সিরাজ আর রবীন্দ্র জাদেজাও দলে ঢুকেছেন। বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার, স্রীকার ভরত, অক্ষর পাটেল আর মুকেশ কুমার। ইংল্যান্ডে পরিবর্তন আছে একটা, মার্ক উড ঢুকেছেন শোয়েব বশিরের জায়গায়।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৪