বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গত ১২ ফেব্রুয়ারি মিলাদ মাহফিল, বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও জামশেদ খান ফাউন্ডেশন কর্তৃক মেধাবী ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাব রাবেয়া আক্তার উপজেলা নির্বাহী অফিসার আখাউড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক সাবেক উপ-সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আখাউড়া।
জামশেদ খান ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন-কামাল আহমদ খান অবসরপ্রাপ্ত ম্যানেজার বাংলাদেশ কৃষি ব্যাংক আখাউড়া শাখা ও কায়েস আহমদ খান সহকারী ভূমি কর্মকর্তা সরাইল ব্রাহ্মণবাড়িয়া। তাছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান প্রধান শিক্ষক বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় আখাউড়া, দেবব্রত বণিক প্রধান শিক্ষক নাসরীন নবী উচ্চ বালিকা বিদ্যালয় আখাউড়া, কাজী মোহাম্মদ তারেক প্রধান শিক্ষক আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয় আমেদাবাদ, আখাউড়া পৌরসভার দেবগ্রাম ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল মিয়া , হাজী আব্দুর রহিম ও দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানটি সুন্দর করতে দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করেছে। সবশেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:০৮