স্পোর্টস ডেস্ক : বিসিবির অন্য সব সভা থেকে এই সভার গুরুত্ব একটু বেশিই ছিল। কারণ, বিসিবির এই সভায় আলোচনার বিষয় ছিল নির্বাচক প্যানেল, বিশ্বকাপ তদন্ত রিপোর্ট, সাকিব আল হাসানের অধিনায়কত্ব এবং নতুন কোচ নিয়োগ।
গেল বছর ওয়ানডে বিশ্বকাপে দল যাওয়ার আগেই সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বকাপের পর আর অধিনায়কের দায়িত্বে থাকতে চান না তিনি। বিশ্বকাপের পর ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের দায়িত্ব দেয়া হয়েছিল শান্তকে। এবার সেই নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটের জন্যই অধিনায়ক করা হলো।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩০