ডেস্ক নিউজ : সফরসঙ্গীসহ সাজেক সফর শেষে আজ ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তিন দিনের অবকাশযাপনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে সফর করছেন। তিনি শনিবার সফরসঙ্গীসহ হেলিকপ্টারে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে উড্ডয়ন করে দুপুর ১টায় সাজেকের ২৭ বিজিবি হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। রাঙামাটি জেলা প্রশাসন ও রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, রাষ্ট্রপতির সফর ঘিরে সাজেকে নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে। রাষ্ট্রপতি কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা জানায়, সাজেক সফরে রাষ্ট্রপতির সফরসঙ্গী রয়েছেন রাষ্ট্রপতি কার্যালয়ের জনসংযোগ বিভাগের সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, রাষ্ট্রপতির সামরিক সচিবের পত্নী শেখ নাসরিন আহমেদ, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, একান্ত সচিব (জন বিভাগ) মো. দিদারুল আলম, রাষ্ট্রপতির পুত্রবধূ চেমন আরা সুমি, দৌহিত্র তাহসিন মোহাম্মদ আদনান, তাহমীদ মোহাম্মদ আদনান, মেডিকেল অফিসার লেফটেন্যান্ট কর্নেল ঈমানা শাহরীন, রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রধান কম্পট্রোলার মেজর তারেক হোসেন ভূঁইয়া, রাষ্ট্রপতির সামরিক সচিবের একান্ত সচিব মেজর কাজী রাহাত কোরেশী, রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. মামুনুল হকসহ রাষ্ট্রপতির এডিসি, এসএসএফ সদস্য সিনিয়র স্টাফ নার্স, চিকিৎসা সহকারী ও বঙ্গভবনের মিডিয়া সদস্য।
কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:৫৫