আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান শেষে বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সাদেুকল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সিয়াম (১৬) নামের আরেক বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত সাদেকুল ইসলাম শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং শেরউড প্রা.স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
রোববার সকাল ৯টার দিকে নিহত সাদেকুলের বাবা আমজাদ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সাদেকুলসহ তার কয়েক বন্ধু বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে মোটর সাইকেল নিয়ে ঘুরতে যায়। এসময় শেরপুর-ধুনট সড়কের শালফার শুভলি নামক স্থানে পৌছালে একটি দ্রুতগামী বাসের চাপায় গুরুতর আহত হয় সাদেকুল ও সিয়াম। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সাদেকুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হলে রাত ৯টার দিকে সে মারা যায়।
স্থানীয়রা প্রতিবেদককে জানার, মোটরসাইলের গতি থাকায় নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নাদির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু কাউকে পাইনি। শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মোটর সাইকেল সড়ক দুর্ঘটনায় একজনের নিহতের খবর শুনেছি।
কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:১৯