আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে পুকুর খনন করায় ২টি ব্যাটারী জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর ১২টায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম।জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ি গ্রামে অবৈধ ভাবে পুকুর খননের অপরাধে রোববার দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তদের কাউকে না পেয়ে পুকুর খননের কাজে ব্যবহৃত ভেকুর দুটি ব্যাটারী জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানার এসআই বাদল, উপ-পুলিশ পরিদর্শক আল আমিন হোসেন প্রমুখ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম বলেন, অবৈধভাবে পুকুর খনন করায় সেখানে অভিযুক্তদের কাউকে না পেয়ে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ভেকু মেশিনের দুটি ব্যাটারী জব্দ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:১৫