আন্তর্জাতিক ডেস্ক : ভ্লাদিমির পুতিন দাবি করেছেন যে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে গত ছয় বছরে ১ মিলিয়ন মার্কিন ডলারেরও কম উপার্জন করেছেন। নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) কর্তৃক মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রকাশিত আর্থিক নথিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
নথি অনুসারে, পুতিন ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে ৬৭.৬ মিলিয়ন রুবেল উপার্জন করেছেন, যা প্রায় ৭ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে ব্যাঙ্ক আমানত, একটি সামরিক পেনশন এবং সম্পত্তি বিক্রি থেকে উপার্জন করা অর্থ। উল্লেখ্য যে, তিনি মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে লড়াই করছেন।
পুতিন কয়েক দশক ধরে দেশটির ক্ষমতায় রয়েছেন। ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে এবং ২০১২ সাল থেকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। মার্চের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পর তার আয়ের সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়।
এদিকে নিউজউইকের প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক বেতন ৪ লাখ মার্কিন ডলার। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) বলেছে, পুতিনের ১০টি ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৪.৫ মিলিয়ন রুবেল সঞ্চয় রয়েছে এবং তার কয়েকটি গাড়িও রয়েছে।
রাশিয়ান প্রেসিডেন্টের মস্কোতে, সেন্ট পিটার্সবার্গে একটি করে অ্যাপার্টমেন্ট এবং একটি গ্যারেজও রয়েছে। মস্কো টাইমসের প্রতিবেদনে ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সীমান্তের কাছে তার একটি গোপন বাসস্থান রয়েছে বলে দাবি করার একদিন পরে নথিগুলি প্রকাশ করা হয়।
নিউজউইক জানিয়েছে, পুতিনের কথিত আস্তানাটি কারেলিয়ার লেক লাডোগা ন্যাশনাল পার্কে অবস্থিত এবং মারজালাহাটি উপসাগরের তীরে তিনটি আধুনিক শৈলীর বাড়ি, দুটি হেলিপ্যাড, বেশ কয়েকটি ইয়ট পিয়ার, একটি ট্রাউট ফার্ম এবং গরুর মাংস উৎপাদনের জন্য গরুর খামার রয়েছে।
কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫