স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : লাইসেন্স না থাকা, ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ বিদ্যমান থাকাসহ বিভিন্ন অনিয়মের কারনে মঙ্গলবার যশোরের মনিরামপুরে ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে ১১ টি রেস্টুরেন্ট মালিককে জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হাসান জানান, মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান চলে।
এ সময় পৌর শহরের নিউ রাজিয়া হোটেলের মালিক রজব আলী, কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টের মাালিক জামিল হোসেন, নিউ দাদাভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক গৌতম ঘোষ, দ্বীপ রেস্টুরেন্টের মালিক দিলিপ কুমার ঘোষ, দাদাভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোরঞ্জন ঘোষ, বিপ্লব মিষ্টান্ন ভান্ডারের মালিক বাসুদেব কুন্ডু, অভিনন্দন সুইটসের মালিক নান্টু ঘোষ , সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর ম্যানেজার সুজন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার (১) এর মালিক তপন ঘোষ, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার (২) এর মালিক শিশির কুমার ঘোষকে পাঁচ হাজার করে এছাড়াও মাছ বাজারের পাশে সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডুকে দুই হাজার মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক মাহমুদুল হাসান, এসআই কানু চন্দ্র মন্ডলের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।
কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/রাত ১০:৩৪