এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে।
রবিবার রাতে পুলিশ তাদেরকে আটক করে। ডিবির যশোর জেলা শাখার এসআই সোলাইমান আক্কাসের নেতৃত্বে এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল ও এএসআই এসএম ফোরকান আলীসহ ডিবি পুলিশের একটি দল রবিবার রাতে চৌগাছা নারায়ণপুর সড়কের পেটভরা গ্রামের আরএস পোল্টি ফিড দোকানের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার পেটভরা গ্রামের দক্ষিন পাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৫) ও একই গ্রামের আব্দুস ছামাদের ছেলে ইমামুল হোসেন (২৪)। এসময় তাদের কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১ লাখ ৫৩ হাজার টাকা মাত্র। এ ঘটনায় এসআই সোলাইমান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।
ডিবি যশোর জেলা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির অভিযান অব্যহত থাকবে।
কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৫৩