মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার চৌকস পুলিশ টিম গুইমারা উপজেলার বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের উপর হইতে তেলের ভাউচার(লরি) ভিতরে বিশেষ কায়দায় সু-কৌশলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিভিন্ন সাইজের অনুমান
৬৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্দা, যাহার মূল্য অনুমান ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা অবৈধ ভাবে কর্তন করিয়া সরকারী রাজস্ব ফাঁকি দিয়া সড়ক পথে পাচার কালে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০