আন্তর্জাতিক ডেস্ক : উদ্বোধনের বেশকিছুক্ষণ আগেই হেলিকপ্টারে করে রামমন্দিরে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। এরপর হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেন তিনি। সেখানে ধর্মীয় রীতি মেনে পূজা-অর্চনা করেন মোদি। এসময় সেখানে ছিলেন যোগী আদিত্যনাথ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
এরপর রামমন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়। এই সময়েই দেশের বিভিন্ন মঠ-মন্দির থেকে আমন্ত্রিত ১২১ আচার্য ও পূজারির মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় রামলালার ‘প্রাণ’।পঞ্চপ্রদীপে রামলালার আরতি ও পদ্মফুল হাতে পুজো করেন মোদি। এরইমধ্য দিয়ে রামলালার মূর্তিতে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়। শঙ্খ-ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়ে উঠে অযোধ্যা।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় আট হাজার অতিথির উপস্থিতিতে, আলো ঝলমলে সুসজ্জিত অযোধ্যায় এই মহোৎসব পালিত হয়। এ সময় নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এবং কমান্ডোবাহিনী তো আছেই, এ ছাড়া প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে পাহারা দেন স্নাইপাররা। আকাশে উড়ে অত্যাধুনিক নজরদারি ড্রোন। বসানো হয় ১০ হাজার সিসিটিভি ক্যামেরা। প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায়ও প্রস্তুত রাখা হয় প্রশিক্ষিত বাহিনী।
অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ঘটে তারকা-সমাবেশ। রাজনীতিবিদরা যেমন ছিলেণ, তেমনই ছিলেন শিল্পপতি, বলিউড সুপারস্টার ও আরো বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা। অনুষ্ঠান শুরুর অনেক আগেই অযোধ্যায় পৌঁছে যান অমিতাভ ও অভিষেক বচ্চন, দীক্ষিত, কঙ্গনা রানাওয়াত, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, অংশুমান খুরানা, রোহিত শেটি, রাজকুমার হিরানি, মহাবীর জৈনরা। তেলুগু তারকা চিরঞ্জীবি ও রাম চরণ ছিলেন। ছিলেন অভিনেতা মনোজ জোশী।
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:২১