স্পোর্টস ডেস্ক : এছাড়াও আলাদা ম্যাচে রাজশাহীতে ব্রাদার্সের বিপক্ষে লড়বে মোহামেডান। মুন্সিগঞ্জে রহমতগঞ্জের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। পৌষের শেষেও চারদিকে হাড় কাঁপানো শীত। জেকে বসা শীতেও উত্তাপ কিংস অ্যারেনায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরতি শেষে আবারো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ফর্টিসের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। এ ম্যাচ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বিপিএলের টানা চারবারের চ্যাম্পিয়নরা।
হোম ভেন্যুতে ২২ ম্যাচ অপরাজিত কিংস। সবশেষ লিগে এ ভেন্যুতে চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারায় অস্কার ব্রুজনের দল। লিগে দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। ফর্টিসকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রাখতে চায় কিংস। দুই ম্যাচে শক্ত হাতে বসুন্ধরার আক্রমণ সামলেছেন দরিয়েলতন। এখন পর্যন্ত লিগে চার গোল করে সবার ওপরে আছেন কিংসের এই তারকা ফুটবলার। প্রতিপক্ষ ফর্টিস শেষ ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে।
দুই ম্যাচে এক জয় ও এক হারে টেবিলের ৫ এ আছে তারা। কিংসের মাঠে খেলা হলেও স্বাগতিকদের জয়রথ থামাতে চায় ফর্টিস। েএদিকে গোপালগঞ্জে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও শেখ জামাল। প্রিমিয়ার লিগের এবার একেবারেই বর্ণহীন ঢাকা আবাহনী। লিগের সফল দলটা এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। দুই ম্যাচে এক ড্র আর এক হারে আকাশি-নীল জার্সিধারীরা আছে আট নম্বরে। গোপালগঞ্জে শেখ জামালের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে ক্রসিয়ানির দল। এ যাত্রায় তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে পরিসংখ্যান। লিগে সবশেষ আট ম্যাচে আবাহনীকে হারাতে পারেনি জামাল। আকাশি-নীল জার্সিধারীদের বিপক্ষে জামালের সবশেষ জয় এসেছিল ২০১৮ সালে।
প্রতিপক্ষ শেখ জামাল দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে আছে ছয়ে। লিগের বিরতিতে যাওয়ার আগে সবশেষ ম্যাচে পুলিশের বিপক্ষে ১-০ গোলের জয় পেযেছিল ধানমণ্ডির ক্লাবটি। তবে সেটা প্রতিপক্ষ দলের ফুটবলার ফয়সালের আত্মঘাতী গোলের কল্যাণে। ঢাকা আবাহনী শক্ত প্রতিপক্ষ হলেও ছাড় দিতে নারাজ জামাল। দিনের আরেক ম্যাচে রাজশাহীতে ব্রাদার্সের বিপক্ষে লড়বে মোহামেডান। গেল বছর ফেডারেশন কাপ জিতে নিজেদের হারানো ঐতিহ্যের জানান দিয়েছিল মোহামেডান। এ মৌসুমে স্বাধীনতা কাপে ফাইনালে উঠে সে ধারাবাহিকতার ইঙ্গিত দিয়েছিল সাদা-কালোরা। তবে কিংসের দাপটে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মোহামেডানকে। লিগে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে দুইয়ে আছে আলফাজের দল।
অন্যদিকে মুন্সিগঞ্জে রহমতগঞ্জের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী
কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৪