বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : এক সময় জাতীয় পার্টির ঘাঁটি বলা হতো আখাউড়াকে। গ্রাম গঞ্জে জাতীয় পার্টির অনেক জন সমর্থন ছিল। কিন্তু লাঙল নিয়ে নৌকায় উঠার পর থেকে এর কর্মী সমর্থক কমতে থাকে। বিগত কয়েকটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে একক ভাবে নির্বাচন করেনি এরশাদের হাতে এ গড়া এ দলটি। ফলে নতুন নেতা কর্মী সৃষ্টি হয়নি।
বরং লাঙল রেখে কেউ নৌকায় কেউ বা ধানের শীষে মিশে যায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আখাউড়া কসবা আসনে জাতীয় পার্টির তারেক এ আদেল মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু বাছাইয়ে বৈধ হওয়ার পর প্রত্যাহার করেন। ফলে দলীয় প্রার্থী শূন্য হয়ে যায় এ আসনে। এর পর থেকেই আখাউড়ায় জাতীয় পার্টির নেতা কর্মীদের মন খারাপ। নির্বাচনের কোন উৎসাহ নেই তাদের মাঝে। তারা এক প্রকার নিরব হয়ে আছেন। আখাউড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল হক বলেন আমাদের প্রার্থী নাই। তাই আমরা কোন প্রার্থীর পক্ষে কাজ করছি না। এতে দল ক্ষতি হবে বলে তিনি মনে করেন।
কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২৩