ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে আসছেন ২ জানুয়ারি (মঙ্গলবার)। তিনি শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। এ উপলক্ষে রাজেন্দ্র কলেজ মাঠ প্রস্তুত করা হচ্ছে। সভামঞ্চের রং করার কাজ চলছে জোরেশোরে। এছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ চলছে রঙের কাজ। শহরে বিরাজ করছে সাজসাজ রব। নেতাকর্মীদের মধ্যে চলছে খুশির জোয়ার। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে, এ ধারা অব্যাহত রাখতে হবে। তাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে। সেই লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে। সভামঞ্চ ও মাঠ প্রস্তুতের বিষয়ে রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা বলেন, প্রধানমন্ত্রী আমাদের ফরিদপুরে আসবেন তাই আমরা সবাই আনন্দিত। সেই লক্ষ্যে কলেজের মাঠ ও মঞ্চ প্রস্তুত করতে কাজ করা হচ্ছে। যথাসময়ে সব প্রস্তুতি শেষ হবে। প্রধানমন্ত্রী এ মাঠে ভাষণ দেবেন এবং আমাদের কলেজের বঙ্গবন্ধু কর্নার দেখবেন- এটা আমাদের আশা।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০৫