স্পোর্টস ডেস্ক : ইউরোপের পাট চুকিয়ে রোনালদো এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। কিন্তু গোল করার নেশা একটুও কমেনি এই মহাতারকার। চলতি বছরে এই প্রজন্মের তরুণ তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে গোল করেছেন সিআর সেভেন। হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডদের পেছনে ফেলে চলতি বছরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৩৮ বছর বয়সী রোনালদো।
এমবাপ্পেও চলতি মৌসুমে ৫২ গোল করেছেন। যার মধ্যে ৪২ গোল করেছেন পিএসজির জার্সিতে। বাকি ১০ গোল জাতীয় দল ফ্রান্সের হয়ে। ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা আর্লিং হলান্ডের গোল সংখ্যা আরও বাড়তে পারতো। বছরের শেষদিকে ইনজুরিতে ছিটকে যাওয়ার আগে ৫০ গোল করেছেন এই নরওয়েজিয়ান। যার মধ্যে ম্যানসিটির হয়ে করেছেন ৪৪ গোল। বাকি ৬ গোল জাতীয় দলের জার্সিতে।
তালিকার পরের নামটা এক আর্জেন্টাইনের। তবে তিনি লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ বা হুলিয়ান আলভারেজ নন। ব্রাজিলিয়ান লিগের দল ফ্লুমিনেন্সের হয়ে খেলা জার্মান কানো চলতি মৌসুমে করেছেন ৪০ গোল। এর সবগুলোই এই ৩৫ বছর বয়সী স্ট্রাইকার করেছেন ক্লাবের জার্সিতে। যার মধ্যে কোপা লিবের্তাদেরেসেই ১২ ম্যাচে করেছেন ১৩ গোল।
৪০ গোল করে করেছেন এমএলএসের দল এলএ গ্যালাক্সির গ্যাবনিজ স্ট্রাইকার ডেনিশ বুয়াঙ্গা, রোমার বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুও। এছাড়া ৩৯ গোল করেছেন ফেইনুর্দের মেক্সিকান ফরোয়ার্ড সান্তিয়াগো গিমিনেজ ও পাকসির হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড বারনাবাস ভারগা। সেরা দশের শেষ নামটি ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০